Subscribe Us

Free PAN Card মোবাইলেই বিনামূল্যে প্যান কার্ড পান 10 মিনিটেই । কিভাবে পাবেন দেখুন



      সন্ধানে 7 দিন,পশ্চিম বঙ্গ : ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার প্রচেষ্টায় এক নতুন আপডেট এসেছে তাদের ওয়েবসাইটে । ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার পক্ষ থেকে তারা বিনামূল্যে 10 মিনিটের মধ্যেই প্যান কার্ড পাইয়ে দিচ্ছে সমস্ত আধার ধারী ভারতবাসীদের । তো চলুন দেরি না করে আমরা বানিয়ে ফেলি আমাদের প্যান কার্ড মাত্র 10 মিনিটের মধ্যে বিনামূল্যে । জেনে নেই কী সেই পদ্ধতি >




1


 ফ্রী প্যান কার্ড বানানোর পদ্ধতি স্টেপ বাই স্টেপ

১) মোবাইল বা কম্পিউটার এ সবার প্রথমে গুগল খুলুন এবং টাইপ করুন "Income tax India" করে সার্চ করুুন ।👆👆




2

২)" Income tax India" সার্চ করার পর প্রথমে যে e- Filling Homepage অপশনটি আসবে সেটাতে ক্লিক করে প্রবেশ করুন income tax India -র ওয়েবসাইটের হোমপেজে ।👆👆




3
👆👆
৩)" Income tax india" এর হোমপেজে চলে আসার পর বাঁদিকের যে "Instant PAN through Aadharএর অপশন আছে সেটাতে ক্লিক করে চলে আসুন এর পেজটিতে যেখানে লেখা থাকবে "Get New PAN" ।👇👇

4
👆👆
৪) "Get New PAN" অপশনটিতে ক্লিক করলে একটি পেজ খুলবে যেখানে লেখা থাকবে "Please enter your Aadhaar number for PAN" সেই বাক্সটিতে আপনার আধার কার্ডের 12 সংখ্যার নাম্বারটি বসান।👇👇

5
 
👆👆
এবং "Captcha" কোড টি দেখে দেখে তার নিচের ঘরে বসাবেন ঠিক যেমন দেওয়া থাকবে ।

6
👆👆
৫) তারপর 'I can confirm that' এর সামনে ক্লিক করে টিক(✓) চিহ্নটি বসিয়ে দিয়ে "Generate Aadhaar OTP "তে ক্লিক করুন ।
👇👇


7

৬) Generate Aadhaar OTP "তে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডটি যে মোবাইল এর সাথে রেজিস্টার করা থাকবে সেটিতে একটি সংখ্যা বা ছয় সংখ্যার 'OTP' মেসেজ যাবে সেটি দেখে দেখে ফাঁকা বাক্স টিতে বসাবেন । 👇👇


8

৭) 'OTP' বসানোর পর "I agree to validate........ " এর সামনের বাক্সটিতে ক্লিক করে টিক চিহ্ন 👇👇
9

বসিয়ে দিয়ে "Validate Aadhar OTP and continue"এ প্রেস করুন ।👇👇

10
 


৮) Validate Aadhar OTP and continue" এ ক্লিক করার পর আপনার আধার কার্ডের সমস্ত তথ্য ডিটেইলস দেখাবে ।👇👇

11

তারপর "I accept that" এ ক্লিক করে টিক চিহ্ন বসিয়ে "Submit PAN request"এর উপর ক্লিক করে দিন ।👆👆



12

৯) "Submit PAN request" করা হয়ে গেলে যে পেজটি খুলবে সেখানে লেখা থাকবে, "Thank you, We are validating your details" .
                
  এবং নিচেই আপনার 15 সংখ্যার একনলেজমেন্ট (Acknowledgement ) নাম্বারটি দিয়ে রাখবে সেটি সাথে সাথে অবশ্যই লিখে রাখবেন সেটি আপনার প্রমাণ যে আপনি প্যান কার্ডটি আবেদন করেছেন ।👆👆👆👆





13

১০) একনলেজমেন্ট (Acknowledgement ) নাম্বারের নিচে "Check Status" এর লাল লেখাটি থাকবে সেটাতে ক্লিক করে রাখুন ।👆👆👆👆



14


এবং 10 মিনিট পর সেখানে >
a) আধার নাম্বার এবং Captcha বসান
b) "Submit" ক্লিক করুন।👆👆👆





15


c) "OTP" বসান ( 120 সেকেন্ডের মধ্যে )
d) "Submit" ক্লিক করুন ।👆👆👆👆



16

e) "Download PAN " ক্লিক করে আপনার প্যান কার্ডটি ডাউনলোড করে নিন ।👆👆👆


17



প্যান কার্ডটি খোলার সময় একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি হবে আপনার জন্ম তারিখ সম্পূর্ণ জন্ম তারিখ ।
যদি আপনার জন্ম তারিখ হয় 09/08/1993 তবে পাসওয়ার্ডটি হবে 09081993 ।👆👆👆👆👆


18 .প্রতিকী ছবি


নীচের অংশ টুকু আপনি প্রিন্ট করে নিন । এটিই আপনার ফ্রি pan কার্ড।


Official website............... https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/instant-e-pan/getNewEpan

ভিডিও গাইড ফ্রি প্যান কার্ড বানানোর জন্য




Post a Comment

0 Comments