সন্ধানে 7 দিন, পশ্চিমবঙ্গ : এত সচেতনভাবে সিম কার্ডের কোম্পানিগুলি তাদের সিম কার্ড চালু করার সিস্টেম তৈরি করলেও বাজারে একটু গভীর ভাবে খোজ করলেই দেখতে পাবেন যে এখনো ডকুমেন্ট না দিয়ে চালু মোবাইলের সিম কার্ড বিক্রি হচ্ছে। আসলে ডকুমেন্ট ছাড়া এখনকার সময়ে কোন সিম কার্ডই চালু হয় না। একটি সিম কার্ড চালু করতে গেলে দরকার হয় আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড , প্যান কার্ড ইত্যাদির মধ্যে যেকোনো একটি। ডকুমেন্ট না দিয়ে যে সমস্ত সিম কার্ড গুলো বাজার থেকে বিক্রি হয় সেগুলো আসলে আপনার এবং আমাদের মত লোকের ডকুমেন্ট দিয়ে অবৈধভাবে চালু করা হয়। যা আমরা গুনাক্ষরেও টের পাই না।
Topics Covered
![]() |
| আপনার নামে কয়টি সিম কার্ড চালু রয়েছে ? কেউ কি ব্যবহার করছে আপনার নামের সিম কার্ড? জেনে নিন এক্ষুনি |
আমাদের অজান্তেই আমাদের আইডি থেকে অবৈধভাবে অনেক সময় মোবাইল সিম কার্ড চালু করা হয় যা আমরা বুঝতেই পারিনা বা বোঝার মতো কোনো উপায়ও ছিল না। এমন অনেক ঘটনাও দেখা যায় যে মানুষ তার অসাধু কাজের জন্য অন্যের নামের সিম কার্ড ব্যবহার করে এবং মানুষকে ভয় দেখানো, ব্ল্যাকমেইল করে টাকা পয়সা আদায় করার মত অপরাধমূলক কাজ করে। এছাড়াও ইন্টারনেটে নানা ধরনের ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের অপরাধমূলক অবৈধ কাজ করে থাকে। অথচ যার নামে এই সিম কার্ড চালু রয়েছে সে কিন্তু কিছুই জানে না।
যদি আপনার মনে কোন সন্দেহ থেকে থাকে, যদি আপনি জানতে চান যে আপনার নামের ডকুমেন্টে কোন অবৈধ সিম কার্ড চালু রয়েছে কিনা, তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি ২ মিনিটেই সেটা জানতে পারবেন।
ভারতীয় টেলিকমিউনিকেশন দ্বারা সরকারিভাবে শুরু করা হয়েছে একটি ওয়েবসাইট
যেখানে এখন আমরা খুব সহজেই জানতে পারবো যে আমাদের নামে কয়টি সিম কার্ড চালু রয়েছে। ভারত সরকারের .gov.in ডোমেইন দিয়ে চালু করা হয়েছে একটি ওয়েবসাইট যার নাম TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection ) এবং ঠিকানা হচ্ছে tapcof.dgtelecom.gov.in। এই ওয়েবসাইটটি চালু করার মূল উদ্দেশ্যই হচ্ছে বৈধ সিমকার্ড ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়ে দেখা। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার নামে কয়টি মোবাইল নম্বর চালু রয়েছে।
মিনিটের মধ্যেই কিভাবে জানবো আমাদের নামে কয়টি সিম কার্ড চালু রয়েছে
নিচে দেওয়া পদ্ধতিটি অনুসরণ করে খুব সহজেই মিনিটের মধ্যে আপনি জানতে পারবেন যে আপনার নামে কয়টি সিম কার্ড চালু রয়েছে। কোন কোন সিম কার্ডটি আপনার পরিচিত বা আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে।
প্রথম : সবার প্রথমে গুগল খুলে আপনি টেলিকম বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটি হল - tapcof.dgtelecom.gov.in ।👇👇
![]() |
দ্বিতীয় : এখানে আপনার মোবাইল নম্বর বসান ।👇👇
তৃতীয় : তারপর আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) নাম্বার মেসেজ আসবে সেই নাম্বারটি বসান।👇👇
চতুর্থ : এরপর ওটিপি (OTP) Validate ক্লিক করা 👇👇👇হলেই নিচে সমস্ত মোবাইল নম্বরের তালিকা আপনি দেখতে পাবেন যেসব মোবাইল নম্বর আপনার ডকুমেন্টে চালু রয়েছে।
মনে রাখবেন আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেই নম্বরটি যেই নামে রেজিস্টার করা থাকবে সেই নামেরই যতগুলো নাম্বার চালু থাকবে নিচের তালিকায় কিন্তু সেই নম্বর গুলি দেখতে পাবেন।
উদাহরণস্বরূপ : আপনার কাছে একটি মোবাইল নম্বর রয়েছে যেটি আপনার বাবার নাম এর ডকুমেন্ট দিয়ে রেজিস্টার করা সেই নম্বরটি দিয়ে আপনি চেক করলে আপনার বাবার নামে যতগুলো নম্বর চালু রয়েছে সেই নম্বরের তালিকা টাই দেখতে পাবেন । এক্ষেত্রে আপনার নামের সিম ভেবে ভুল করবেন না।
যদি আপনার মনে হয় যে এর মধ্যে কোনও নম্বর আপনি ব্যবহার করছেন না সেক্ষেত্রে সেই নাম্বারে বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করতে পারেন এক্ষেত্রে আপনি একটি ট্রাকিং আইডি পাবেন যা দিয়ে দেখতে পাবেন আপনার অভিযোগটির কতদূর কাজ হয়েছে। এছাড়াও আপনি আপনার নামের যেকোনো সিম কার্ড যদি অন্য কেউ অপব্যবহার করছে বলে মনে হয় তাহলে তৎক্ষণাৎ আপনি সেই নম্বরটি বন্ধ করতে পারেন।
দ্রষ্টব্য : এই ওয়েবসাইটটি নতুন শুরু হওয়ায় বর্তমানে কিছু সীমিত টেলিকম সার্কেলের জন্যই চালু রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই ভারতবর্ষব্যাপী এই সুবিধাটি উপলব্ধ হয়ে যাবে।
Official website link.. https://tafcop.dgtelecom.gov.in/
আপনার নামের সিম কার্ড যদি অন্য কেউ ব্যবহার করতে থাকে তাহলে সেই সিম কার্ড টি আপনি তৎক্ষণাৎ কিভাবে বন্ধ করবেন তা জানতে হলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন খুব শীঘ্রই সেটা একটি পোষ্টের মাধ্যমে জানানো হবে।






0 Comments