Subscribe Us

অধিকাংশ ছাত্ররা বলে, পড়াশুনা করে কিছু মনে থাকে না । এই সমস্যার সমাধান কী ?

         সন্ধানে7দিন, পশ্চিমবঙ্গ: পড়াশুনা মনে থাকে না , তার কারণ , পড়াশুনাকে আমরা তেমন গভীরভাবে গ্রহণ করি না । পড়াশুনা একটি নিয়মিত অভ্যাস । যাকে ইংরেজীতে বলা হয় conditioned Reflex . মহামতি প্যাভলভ তার পরীক্ষা নিরীক্ষায় প্রমাণ করেছিলেন অনেক কাজ প্রাণীমাত্রই অভ্যাসের বশে করে । 



      

    প্যাভলভের কুকুর নিয়ে পরীক্ষা বিশ্ববিখ্যাত । একটি কুকুরকে প্যাভলভ , ঠিক একসময়ে খেতে দিতেন । প্রথমে একটি ঘণ্টা বাজাতেন ঢং করে । তারপর একটা লাল আলো জ্বলতেন , তারপর জুতাের শব্দ করে খাবার নিয়ে আসতেন এবং কুকুরটিও নির্বিবাদে খেয়ে নিত । 





       একদিন ঠিক সেই সময়ে প্যাভলভ ঘণ্টা না বাজিয়ে , আলাে না জেলে , পায়ের শব্দ না করে খাবার নিয়ে এলেন । কিন্তু কুকুরটি খেলল না , বা খাবার ইচ্ছাও প্রকাশ করলাে না । আর একদিন ঠিক সেই সময়ে প্যাভলভ , ঘণ্টা বাজালেন , আলাে জ্বাললেন এবং পায়ের শব্দ করলেন । কিন্তু খাবার নিয়ে গেলেন না । কুকুরটি খাবার জন্যে ছটফট করতে লাগল ; জিব দিয়ে লালা পড়তে লাগল আর চিৎকার চেঁচামেচি শুরু করে দিল । 




 পড়াশুনা করে কিছু মনে থাকে না, এই সমস্যার সমাধান-



      মানুষের জীবনেও অনেক কাজ অভ্যাসের বশে হয়ে যায় নিজের অজান্তে । অনেকের অভ্যাস আছে সকাল বেলায় খবরের কাগজ না পড়ে , সিগারেট না খেয়ে , পায়খানা যেতে পারেন না । যেদিন খবরের কাগজ আসে না , বা ধূমপান করতে পারেন না , সেদিন ঠিক মত পায়খানা পরিষ্কার হয় না । অনেকের চা না খেলে পায়খানা হয় না। অনেকের স্নান করলেই ক্ষিদে পায় । যতক্ষণ স্নান করেননি , খাবার ইচ্ছাও থাকে না । যেই স্নান করলেন , আর বসে থাকতে পারেন না । সেই জন্য লক্ষ্য করবেন , যারা প্রত্যহ নটার মধ্যে স্নান করে খেয়ে অফিস যান , ছুটির দিন স্নান না করে , দুটো পর্যন্ত অনায়াসে না খেয়ে তারা কাটিয়ে দেন । 



             সকাল এবং সন্ধ্যেবেলায় ভাল করে হাতমুখ ধুয়ে পড়তে বসবে । হাতমুখ ধুলেই পড়াশুনার ইচ্ছা জাগবে , ক্রমশঃ অভ্যাস হয়ে যাবে এবং Conditioned Reflex- এ পরিণত হবে । পড়াশুনার পদ্ধতি একটা ঠিক করে নিতে হয় । সাধারণতঃ রাতে পড়ার কাজ করতে হয় । সকালবেলায় লেখার কাজ করতে হয় । রাতে যে বিষয়ে পড়বে , একদিন বাদ দিয়ে , পরের দিন সকালবেলায় বই না দেখে সেটা মন থেকে লিখবে , তারপর রেখে দেবে । পরের দিন সকালবেলায় বই খুলে মিলিয়ে দেখবে , কি ভুল যা ভুল থাকবে , অন্য রঙের কালি বা পেন্সিল দিয়ে সংশোধন করে নেবে । 



     এইভাবে পড়াশুনা অভ্যাস করলে কোনদিন ভুলে যাবার প্রশ্ন থাকবে না । মনে রাখতে হবে পড়াশুনাও মানুষের জীবনে পুজোর মতই পবিত্র । প্রত্যেক দিন লােকে যেমন পূজো করে , পড়াশুনাও তেমনি প্রত্যহ করতে হবে ।

Post a Comment

0 Comments